• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

যৌতুকের দাবি, দিনাজপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

পারিবারিক কলহ ও যৌতুকের জন্য আদুরী বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের শীধল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আদুরী বেগম (২১) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শহীদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত আতিয়ার রহমান ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে।

জানা যায়, চার বছর আগে আতিয়ার রহমানের (২৪) সঙ্গে বিয়ে হয় আদুরী বেগমের। বিয়ের কিছু দিন পরেই যৌতুকসহ নানা কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের মুখে পড়েন আদুরী। তবে সংসার টিকিয়ে রাখতে সয়ে গেছেন সব নির্যাতন।

রোববার গভীর রাতে স্বামী-স্ত্রীর মারামারি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদুরীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর স্বামী আতিয়ার রহমানকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Place your advertisement here
Place your advertisement here