• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

যে আমলে সওয়াব লিখার প্রতিযোগীতা হয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার বান্দারা এমন একটি আমল করেন, যে আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তায়ালা অগণিত ফেরেশতাদেরকে নাজিল করেন। যারা ওই আমলটির সওয়াব লিখার জন্য পরস্পরে প্রতিযোগিতা শুরু করেন। আর সে আমলটি হলো, নামাজে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা সম্বলিত ছোট একটি দোয়া; যা পাঠকারীর জন্য সওয়াব লিখার জন্য ৩০ এর অধিক ফেরেস্তারা প্রতিযোগিতায় লেগে যায়।

হাদিস: এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) এর পেছনে নামাজ পড়ছিলেন, নবী (সা.) যখন রুকু থেকে মাথা তুলে ‘সামি আল্লাহু লিমান হামিদা’ বললেন তখন পেছন থেকে লোকটি পাঠ করলেন, ‘রব্বানা লাকালহামদ, হামদান কাসিরান ত্বাইয়্যেবান মুবারকান ফিহ্’।

নামাজ শেষে রাসূলুল্লাহ (সা.) বললেন, এ বাক্যগুলো কে পাঠ করল? লোকটি বলল, আমি। নবী (সা.) বললেন, আমি দেখলাম ত্রিশের অধিক ফেরেশতা প্রতিযোগিতা করে দৌড়ে আসছে, কে  আগে তার সওয়াব লিখে আল্লাহর কাছে জমা দিতে পারে। (বুখারী ১১০ পৃঃ , মিশকাত ৮২ পৃঃ) । 

আপনিও নামাজে মনে মনে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার প্রশংসা সম্বলিত এ দোয়াটি পাঠ করুন।

Place your advertisement here
Place your advertisement here