• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

যুদ্ধাপরাধীদের তোষণকারীদের প্রতিহতের ঘোষণা : ছাত্রলীগ

দৈনিক রংপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

যুদ্ধাপরাধীদের তোষণকারী কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে দেখলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। 

এর আগে ‘জামাতি প্রার্থীদের বয়কট ও জামাতি পৃষ্ঠপোষকতা বন্ধে’র দাবিতে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা-৮ আসনের মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন। এসময় তাকে পুলিশি প্রটেকশনে সমাবেশস্থলে আসতে দেখা যায়।


সাদ্দাম হোসাইন বলেন, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনার মুক্তাঙ্গণ হিসেবে থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার পাশ্ববর্তী স্থানে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রচারণা দেখতে চাই না।

সাদ্দাম হোসেন বলেন, ৩০ ডিসেম্বরের পরে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠন করবে, সে সরকারের অধিবেশনে স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও যুদ্ধাপরাধী সংগঠনকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে। যারা অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে।

Place your advertisement here
Place your advertisement here