• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

মিয়ানমারের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা আছে: রেলমন্ত্রী

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান, প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প–পদ্মা রেল লাইন ও দোহাজারি-কক্সবাজার-গুমধুম রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।

প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে রেলযোগাযোগ স্থাপনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। আজ রোববার রাজধানীর রেলওয়ে ভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

রেলমন্ত্রী জানান, ‘মিয়ানমারের সাথে রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা আছে। তাহলে রেল পথের মাধ্যমে চীনের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করা যাবে। এমনকি ট্রান্স এশিয়ান রুটের মাধ্যমে বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ার সাথেও যুক্ত হবে।’

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যানের ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প–পদ্মা রেল লাইন ও দোহাজারি-কক্সবাজার-গুমধুম রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে হাই-স্পিড ট্রেন সার্ভিসের সম্ভাব্যতা নিয়ে গবেষণা চলছে। রেল সেক্টরটিকে লাভজনক হিসেবে তৈরি করতে পণ্যবহনে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া রেলের সংখ্যা বাড়াতে নতুন ২৪০টি কোচ যোগ করা হবে।

‘টিকিট কালোবাজারি বন্ধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ’ উল্লেখ করে তিনি জানান, রেল খাতকে আরও সেবামূলক করা হবে।

Place your advertisement here
Place your advertisement here