• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে অগ্নিদগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন থেকে মারা গেলেন

দৈনিক রংপুর

প্রকাশিত: ৫ মে ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অগ্নিদগ্ধ এক গৃহবধূ চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার সকালে তার মৃত্যু হয় । 

মৃত তন্বী অাক্তার (২২) মিঠাপুকুরের কাফরিখাল ইউনিয়নের যাদবপুরে গ্রামের ওয়াহেদুজ্জামানের স্ত্রী।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী জানান, তন্বীর শরীরে আগুন দেওয়ার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি ওয়াহেদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে তন্বীকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে তন্বীর তিন বছরের ছেলে তামিমও দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

তন্বীর শাশুড়ি রওশন আরার দাবি, পারিবারিক কলহের জেরে তার ছেলের বৌ শরীরের ডিজেল দিয়ে আগুন দিয়েছে।

তন্বীর মা শাহনাজ জানান, ছয় বছর আগে তার মেয়ে পালিয়ে গিয়ে ওয়াহেদুজ্জামানকে বিয়ে করে। এরপর থেকে মেয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিলো না।

Place your advertisement here
Place your advertisement here