• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মায়ের মৃত্যুতে ছাড়া পেলেন জুয়াড়ি, দাফনের সময় মারা গেল ছেলেও

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মায়ের মৃত্যুতে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক জুয়াড়িকে মানবিক কারণে ছেড়ে দেয় পুলিশ। মায়ের মরদেহ দাফনের প্রস্তুতিকালে তার তিনদিন বয়সী নবজাতক ছেলেও মারা যায়।

শনিবার (৬ মার্চ) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুস ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পশ্চিম ফুলমতি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আব্দুল কুদ্দুসসহ ৭ জুয়াড়িকে আটক করে পুলিশ। পুলিশের হাতে ছেলে আটকের খবর শুনে কুদ্দুসের অসুস্থ মা কুলসুম বেওয়া (৬০) আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। রাত ১০টার দিকে তিনি মারা যান। পরে মৃত মায়ের দাফনের জন্য মানবিক কারণে রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে, বাড়িতে মৃত মায়ের দাফনের প্রস্তুতির একপর্যায়ে শনিবার সকালে মারা যায় কুদ্দুসের সদ্য ভূমিষ্ঠ তিনদিন বয়সী নবজাতক ছেলে সন্তান জিসান। কয়েক ঘণ্টার ব্যবধানে দাদি ও নাতির মৃত্যুতে পরিবারটিসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে বেলা সাড়ে ১১টায় দিকে পারিবারিক কবর স্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, এক জুয়াড়ির অসুস্থ মায়ের মৃত্যু হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও মানবিক কারণে আব্দুল কুদ্দুস নামের এক জুয়াড়িকে ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেয়া হয়। আটককৃত বাকি ৬ জুয়াড়িকে শনিবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here