• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

মার্কিনিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে চীন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

হংকং নিয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেপরোয়া আচরণের কারণে মার্কিন নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে চীন।সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই হুঁশিয়ারি দেন।

শুক্রবার চীনা কর্মকর্তাদের ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নিরাপত্তা আইন প্রয়োগ করে হংকংয়ের স্বাধীনতাকে উপেক্ষা করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। চীনা কমিউনিস্ট পার্টির ‘বর্তমান ও সাবেক কর্মকর্তাদের’ বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্র তথাকথিত নিষেধাজ্ঞা দিয়ে হংকংয়ে চীনের জাতীয় নিরাপত্তা আইন চালুর পথে বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে তারা কখনো সফল হবে না।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে যেসব ব্যক্তিবর্গ হংকং সংশ্লিষ্ট ইস্যুতে বেপরোয়া আচরণ করেছে তাদের ওপরও ভিসা কড়াকড়ি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

সূত্র- এনডিটিভি

Place your advertisement here
Place your advertisement here