• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো বাড়ছে শীতের প্রকোপ।  মাঘের প্রথম দিন থেকে শীতের তীব্রতা বাড়ছে পাল্লা দিয়ে। গতকাল সোমবারও (১৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়লেও শীতের তীব্রতা রয়েছে আগের মতোই। এখন দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। সেইসঙ্গে থেমে থেমে বইছে উত্তুরে বাতাস। দুপুরে অল্প সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও মিলছে না কাঙ্খিত উত্তাপ। আবার সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশার সাথে সাথে বাতাসের গতিও বাড়তে থাকে। যানবাহনগুলো দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষেরা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় কষ্টে পড়েছে তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলায় সরকারি বেসরকারিভাবে ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তা এ জেলার বিরাট অঙ্কের দরিদ্র শীতার্তের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। 

Place your advertisement here
Place your advertisement here