• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মাকে বাঁচাতে যেয়ে মেয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

দৈনিক রংপুর

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

সকালে বাথরুমে গোসল করতে যান স্কুলশিক্ষিকা ফাউজিয়া বেগম (২৪)। এ সময় মা আফরোজা বেগম বাড়ির ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে চিৎকার করলে ভেজা গায়েই বাথরুম থেকে বেরিয়ে মাকে বাঁচাতে যান তিনি। আর এতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফাউজিয়া বেগম।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই ফাউজিয়া বেগমের মৃত্যু হয়।

শনিবার সকালে রংপুর বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা প্রফেসরপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত ফাউজিয়া ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে এবং হলি চাইল্ড স্কুলের শিক্ষক কামরুজ্জামানের স্ত্রী। তিনি নিজেও হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. হাই রুবেল জানান, ফাউজিয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান ফাউজিয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here