• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ড, পুড়ল মালামালসহ বসতবাড়ি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও বাড়িটির প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। রাত ১০টার দিকে  উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বাজার থেকে পাগলারহাটগামী (মধ্যপাড়া) সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়  রাতে বাড়ির মালিক মৃত হোসেন আলীর ছেলে তাজম আলির বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। কিন্তু মুহূর্তেই  আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে নাগেশ্বরী ফায়ার স্টেশনে খবর দেয়। এর পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় এক  ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক তাজম আলি বলেন, 'আগুনে আমার তিনটি টিনের ঘর, কিছু নগদ টাকা, আসবাপত্র, তিনটি গরু ও অন্যান্য জিনিসপত্র পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।' 

পাথরডুবি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরফান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমন মিয়া বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। দলের কর্মীরা অব্যাহত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।'

Place your advertisement here
Place your advertisement here