• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার এবং আইজি বিএসএফ, গোহাটি ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত এ বৈঠক চলে ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভাগভাণ্ডার সীমান্ত ফাঁড়িতে। এসময় বিজিবির পক্ষে দশ সদস্যের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, উত্তর-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর।

অপরদিকে ভারতীয় গৌহাটি ফ্রন্টিয়ার এর সতের সদস্যের নেতৃত্ব দেন আইজি শ্রী পিয়ুশ মরদিয়া, আইপিএস। উক্ত বৈঠকে উভয় দেশের সীমান্তবর্তী জনসাধারণের সাথে বিজিবি-বিএসএফ এর সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি-বিএসএফ যৌথভাবে মোটর সাইকেল র‌্যালী, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে, বিজিবি-বিএসএফ এর মধ্যে সুস্পর্ক এবং পারস্পরিক সহযোগীতার মাধ্যমে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করা হয়। 

Place your advertisement here
Place your advertisement here