• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

বিপিএলের উদ্বোধনীতে থাকছে যেসব চমক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বিপিএলের উদ্বোধনকে ঘিরে দম ফেলার ফুরসত পাচ্ছেন না আয়োজকরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের আসরের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানেই ধামাকা উপহার দিতে চায় বিসিবি। একনজরে দেখে নিন কি কি থাকছে সেই অনুষ্ঠানে-

রোববার বিকেল সাড়ে চারটায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। অবশ্য দর্শকদের জন্য দুপুর আড়াইটায় খুলে দেয়া হবে গেট। বন্ধ করা হবে সাড়ে পাঁচটায়। 

যারা থাকছেন অনুষ্ঠানে:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাতটায় এসে উদ্বোধন করবেন। তবে অনুষ্ঠান শুরু হবে আরো আগেই। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের ভাইজানখ্যাত সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও অনুষ্ঠান মাতাবেন সনু নিগম, কৈলাশ খের, মমতাজ ও জেমস।

অনুষ্ঠানসূচী:

বিকেল ৫টায় বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু হবে অনুষ্ঠান। ৫টা ২৫ মিনিটে মইদুল ইসলাম খান, ৫টা ৩৫ মিনিটে রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ পারফর্ম করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টা ২০ মিনিটে উদ্বোধন করতে আসবেন।

এরপর সাড়ে সাতটা থেকে দশ মিনিটব্যাপী আতশবাজি চলবে। পৌনে আটটায় সনু নিগম, ৮টা ৩৫ মিনিটে লেজার বিম শো, ৮টা ৫৫ মিনিটে কৈলাশ খের, ৯টা ৩৫ মিনিটে ক্যাটরিনা কাইফ, ১০টায় সালমান খান, ১০টা ২০ মিনিটে সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে পারফর্ম করবেন।

এছাড়া এলইডি স্ক্রিনে মুজিব শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হবে। এ সময় বঙ্গবন্ধুর ওপর নির্মিত কিছু শর্ট ফিল্ম দেখানো হবে।

সবকিছু ঠিক থাকলে জাঁকজমকপুর্ণ একটি উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাচ্ছেন দর্শকরা।

Place your advertisement here
Place your advertisement here