• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিপিএলে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হলেন আফগানিস্তানে সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেস কনফারেন্স হলে জার্সি উন্মোচন করে রংপুর। সেখানে অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবীর নাম ঘোষণা করেছে রংপুর রেঞ্জার্স কর্তৃপক্ষ। এ আফগান অলরাউন্ডারই অধিনায়কত্ব করবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের।

এছাড়া দলটির পরিচালক পদেও পরিবর্তন এসেছে। এতদিন দলটি ছিলো বিসিবির অধীনে। যেখানে দলের পরিচালক ছিলেন আকরাম খান। তবে এখন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস রংপুরের স্পন্সর পার্টনার হওয়ায়, প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ কর্মকর্তা এনায়েক হক সিরাজ এ দায়িত্ব পালন করবেন।

রংপুর রেঞ্জার্স স্কোয়াড : 

মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, মোহাম্মদ নবী (অধিনায়ক), শাই হোপ, ক্রিস গ্রেগরি ও ক্যামেরন ডেলপোর্ট।

Place your advertisement here
Place your advertisement here