• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিএসএফের ধাওয়ায় যুবকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারত থেকে গরু আনার সময় বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ডুবে খায়বর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত খয়বর আলী দাঁতভাঙ্গা ইউপির হরিণধরা গ্রামের নজির হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউপির দাঁতভাঙ্গা সীমান্তের পিলার ১০৫৭ কাছে গরু আনতে যায় ১০/১২ জন যুবক। এ সময় সীমান্তের নিকটবর্তী বিজিবির টহলদলকে দেখে তারা লুকিয়ে পড়েন। কিন্তু খয়বর আলী ভুলবশত ভারতের সীমানায় ঢুকে পড়েন। 

ভারতের কুকুরমরার বিএসএফ ক্যাম্পের সদস্যরা খয়বর আলীকে দেখে ফেলেন এবং ধাওয়া দেন। এ সময় খয়বর আলী দৌড়ে পালাতে গিয়ে ব্রিজের ওপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দেন। ঘটনার সময় থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের দায়িত্বরত জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসকে আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত খয়বর আলীর মরদেহ উদ্ধার করে রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here