• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

বারডেম হিমঘরে রাখা হবে ইমতিয়াজ বুলবুলের মরদেহ

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় না ফেরার দেশে পাড়ি জমান। আজ (মঙ্গলবার) বারডেম হিমাগারে রাখা হবে তার মরদেহ। তার মরদেহ আফতারনগরের বাসা থেকে অ্যাম্বুলেন্সযোগে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বরেণ্য এই ব্যক্তির মরদেহ আগামীকাল বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সেখানে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এরপর আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হবে। এছাড়া সেখানে তার জানাজা হওয়ার কথাও রয়েছে।

এদিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে দাফনের জন্য আবেদন জানিয়েছেন তার ছেলে সামির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, আব্বাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করার অনুমতি দিন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘ দিন ধরে অসুস্থ। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বছর তার হার্টে আটটি ব্লক ধরা পড়েছিলো। এরপর তার হার্টে রিং পরানো হয়। কিছু দিন ভালোই ছিলেন। তবে গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল সোমবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। মঙ্গলবার ভোর চারটার দিকে তিনি তার রেকর্ডিস্ট রোজেনকে ফোন করে নিজের অসুস্থতার কথা জানান। রোজেন দ্রুত তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। সত্তর দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here