• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

বাংলাদেশি মুসলিমকে দেশে ফেরত পাঠানো হবে- দিলিপ ঘোষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

ভারতে দেশব্যাপী নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দেশটির সরকার। বিভিন্ন রাজ্যে বসবাসরত এক কোটি বাংলাদেশি মুসলিমকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান দিলিপ ঘোষ। রোববার উত্তর চব্বিশ পরগনা জেলার জনসভায় দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। 
 
দিলিপ ঘোষ বলেন, যারা নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরোধিতা করছে তারা হয় বাঙালী বিরোধী অথবা ভারত বিরোধী। তারা ভারতবর্ষের ধারণার বাইরে তাই হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছে। এই রাজ্যে বসবাসকারী এক কোটি অবৈধ মুসলিম সরকারের দেয়া দুই রুপি ভর্তুকির চাল খেয়ে জীবনযাপন করছে। আমরা তাদের ফেরত পাঠাবো। এসব অবৈধ বাংলাদেশি মুসলিমরাই রাজ্যজুড়ে অগ্নিসংযোগে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।

গত বছরের ডিসেম্বর মাসে ভারত সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বিল পাস করে। এরপর থেকেই দেশটির বিভিন্ন রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। দেশটির সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে সে বিক্ষোভে। দেশটির সংসদে বিলটি পাসের পর সেটি আইনে পরিণত হয়।

Place your advertisement here
Place your advertisement here