• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বরযাত্রার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন বর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

রাত ১২টায় কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও প্রায় শেষ। বাড়িভরা মেহমান ও আত্মীয়-স্বজন। চলছে আনন্দ-উল্লাস। মুহূর্তেই সব আনন্দ শোকে পরিণত হলো। বরযাত্রার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন বর সৌরভ চন্দ্র রায়।
শনিবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌরভ একই এলাকার ফটেকশ্বর রায়ের ছেলে।

স্বজনরা জানান, শনিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী এলাকায় এক মেয়ের সঙ্গে পারিবারিকভাবে সৌরভের বিয়ে হওয়ার কথা ছিল। আয়োজন ছিল সব ঠিকঠাক। বিয়েবাড়িতে যেখানে জেনারেটর বসানো হয়েছে সেখানে কিছুটা অন্ধকার ছিল। সৌরভ নিজেই সেখানে একটি বাতি লাগাতে বিদ্যুতের সংযোগ দিতে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। কিছুক্ষণ পর নিথর দেহটি মাটিতে পড়ে যায়।

এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে মুহূর্তেই বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে আসে। তিন ভাইয়ের মধ্যে সৌরভ দ্বিতীয়। তিনি কালীগঞ্জ বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন। 

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) বজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here