• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে এক মাদক সেবীর দুই মাসের জেল এক’শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান শিমুলবাড়ী পুর্ব ফকিরপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল জরিমানা প্রদান করেন। 

সাজাপ্রাপ্ত মাদকসেবীর নাম আনিজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার কবিরমামুদ গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানা গেছে, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শিমুলবাড়ী পুর্ব ফকিরপাড়া এলাকায় ফুলবাড়ী-বালারহাট সড়কে অটোবাইক তল্লাশি করেন। এসময় ৩ পুড়িয়া গাঁজা সহ আনিজুলকে আটক করেন তারা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় জেল জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকসেবী এবং ব্যবসায়ী যেই হোক, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ‍উপজেলায় মাদক নির্মূলে সর্বাত্নক চেষ্টা করছি। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here