• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

প্রশ্নোত্তর পর্বঃ হাত থেকে কোরআন পড়ে গেলে করণীয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

প্রশ্ন: কোরআনুল কারীম হাত থেকে পড়ে গেলে করণীয় কি?

উ: অসতর্কতাবশত হাত থেকে পবিত্র কোরআন শরিফ পড়ে গেলে এর জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। তওবা ইস্তিগফার করতে হবে। 

পবিত্র কোরআন ওজন করে সমপরিমাণ চাল বা কিছু দান করতে হবে- এমন কথা মোটেই সঠিক নয়। এমন কোনো বাধ্যবাধকতা মোটেও নেই। (আগলাতুল আওয়াম, ইসলামী নেসাব-৪৮৫-৮৬)।

উক্ত অবস্থায় অনুতপ্ত হয়ে ‘ইন্নালিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজেউন’ পড়া যায় (সূরা: বাকারা, আয়াত: ১৫৬)। সেই সঙ্গে সতর্ক থাকতে হবে যেন এমনটি পুণরায় আর না ঘটে। উল্লেখ্য যে, পড়ে গেলে তুলে চুমো দেয়া বা চাল বিতরণ করা ভিত্তিহীন প্রথা মাত্র।

ইসলামী শরিয়তে এমন কোনো নির্দেশনা আসেনি। তাই তা বর্জনীয়।

লেখক : মাওলানা মিরাজ রহমান।

Place your advertisement here
Place your advertisement here