• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

প্রধানমন্ত্রীর উপহার পেলেন চা-বাগানের শিক্ষার্থীরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান বলেন, আগে আমরা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বলতে খাসি জনগোষ্ঠী, গারো, সাঁওতাল, মণিপুরিদের বুঝতাম। কিন্তু এবারই প্রথম বোঝা গেল চা-বাগানের ভিতরেও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস আছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান, আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং, কালের কণ্ঠ’র সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি হিসেবে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জন শিক্ষার্থীকে ৪ লাখ টাকা ও উচ্চশিক্ষায় অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি হাতে পেয়ে সকল শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Place your advertisement here
Place your advertisement here