• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

প্রধানমন্ত্রীর উপহার পেল ১০২০ দুস্থ শিশু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

প্রযুক্তি ব্যবহার করে তিনদফায় শুক্রবার পর্যন্ত উপজেলার এক হাজার ২০ জন দুস্থ, অনাথ, ও প্রতিবন্ধীসহ দরিদ্র শিশু পেল প্রধানমন্ত্রীর ‘উপহার’। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য। আর প্রযুক্তি ব্যবহারের এই উদ্যোগটি নেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। 

উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিম জানান, ‘মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থাপনা সফটওয়্যার’-এ থাকা ১৫ হাজারেও বেশি শিশুর ডাটাবেজ থেকে তথ্য নেওয়া হয়। তা যাচাই করেন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের ২০০ কর্মী। 

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, ‘দুস্থ, অনাথ, ও প্রতিবন্ধীসহ দরিদ্র শিশুদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করতে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এতে শিশুখাদ্য বিতরণে শতভাগ স্বচ্ছ আর সহজতর হয়েছে।’ তিনি আরো বলেন, ‘কাপাসিয়া উপজেলার সুবিধাবঞ্চিত মানুষদের ডাটাবেজ তৈরির কাজও চলছে।’

Place your advertisement here
Place your advertisement here