• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পৃথিবী হঠাৎ থেমে গেলে কি ঘটবে?

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আমরা এক বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা ছোট্ট একটি স্থান পৃথিবী। আমরা এই পৃথিবীতে বাস করছি। বিচিত্রময় আমাদের এই পৃথিবী। প্রতিদিন আমরা কত কিছুই না করছি এই পৃথিবীতে। প্রতিদিন নতুন নতুন জিনিস সম্পর্কে আমরা জানতে পারছি। নতুন অনেক কিছু শিখতে পারছি। আর আমাদের এই শিক্ষার পেছনে সব থেকে বড় অবদান হলো বিজ্ঞানের।

বিজ্ঞানের আশীর্বাদেই আমরা আধুনিক সব কিছুর সঙ্গে পরিচিত হতে পারছি। তবে আমাদের মাথাই কি কখনও এই প্রশ্ন এসেছে? যদি আমাদের এই পৃথিবী হঠাৎ করে যদি থেমে যায় তবে কি ঘটতে পারে? তখন কি আমরা আর বেঁচে থাকব নাকি একেবারে ধ্বংস হয়ে যাব? আমাদের তৈরি শখের ঘর বাড়ির কি অবস্থা হবে তখন? পৃথিবী থেমে যাওয়ার পরে যখন আবার পুনরায় নিজ গতিতে চলতে শুরু করবে তখন কি হবে? আবার কি সব কিছু আগের স্থানে ফিরে যাবে নাকি সব কিছু আবার নতুন করে গড়তে হবে? পৃথিবী পুনরায় চলার সময় কি আদৌ কোনো প্রানের অস্তিত থাকবে না কি তখন জনমানব শূন্য এক নতুন পৃথিবীর সূচনা হবে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই ডেইলি বাংলাদেশের আজকের এই আয়োজন।

এখন হঠাৎ যদি এমন হয় যে পৃথিবীর ৪০ সেকেন্ডের জন্য তার আবর্তন বন্ধ করে দিল। আবার ৪০ সেকেন্ড পর পৃথিবী তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। তাহলে চারপাশের অবস্থা আর আমাদের অবস্থা কেমন হবে? আমরা সকলেই জানি পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তিত হচ্ছে। নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ ঘন্টায় এক হাজার ছয়শ সত্তর কিলোমিটার। সেই পৃথিবী যদি ৪০ সেকেন্ডের জন্য তার আবর্তন বন্ধ করে দেয় তাহলে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত প্রত্যেকটি জিনিসই এক হাজার ছয়শ সত্তর কিলোমিটার বেগে পূর্ব দিকে ধাবিত হবে। পরিবেশের সবকিছু প্রতি ঘন্টায় এক হাজার ছয়শ সত্তর কিলোমিটার বেগে ঘুরতে থাকবে। একটা চলন্ত গাড়িতে হঠাৎ জোরে ব্রেক কষলে যেমন ধাক্কা অনুভূত হয় ঠিক তেমনি ধাক্কা লাগবে। আমরাও প্রতি ঘন্টায় এক হাজার ছয়শ সত্তর কিলোমিটার বেগে হাওয়ায় উড়তে থাকবো। এই বেগ খুবই তীব্র।

তবে এতটা তীব্র নয় যে এই বেগ এর জন্য আমরা মহাকাশে চলে যাব। ঘূর্ণন গতির জন্য পৃথিবীর আকৃতি সম্পূর্ণরূপে গোলাকার নয়। কিন্তু পৃথিবী যখন ঘোরা বন্ধ করে দেবে তখন পৃথিবীর আকৃতি সম্পূর্ণরূপে গোলাকার হবে। সমুদ্রের জল সব জায়গায় ছড়িয়ে পড়বে। উত্তর ও দক্ষিণ উভয় মেরুই জলে ডুবে যাবে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ভয়ংকর সুনামি দেখা দেবে। যার জন্য সমস্ত এলাকা জলে ডুবে যাবে। প্লেনে থাকা ব্যক্তিরাও বাঁচতে পারবেন না। কারণ বায়ুমণ্ডল প্রচন্ড বেগে আবর্তিত হওয়ায় খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হবে। পৃথিবীর আবর্তন ৪০ সেকেন্ড থেমে গেলে চারিপাশে সব কিছু তছনছ হয়ে যাবে।

এরপর ৪০ সেকেন্ড পরে যদি পৃথিবী আবার আবর্তন করতে শুরু করে তখন সমুদ্রের পানি আবার পূর্বাবস্থায় ফিরে আসবে। যে এলাকাগুলির জলে ডুবে গিয়েছিল সে অঞ্চলগুলি ও আবার শুকিয়ে যাবে। উত্তর ও দক্ষিণ মেরুর পানিও সরে যাবে। পৃথিবী যখন তার আবর্তন বন্ধ করে দিয়েছিল তখন যেমন অসংখ্য গাছপালা উপড়ে গিয়েছিলো তেমন অনেকের মৃত্যু ঘটেছিল। তবে যদি কেউ সৌভাগ্যবশত তখন বেঁচেও থাকে পরবর্তীকালে বিশুদ্ধ পানীয় পানির অভাবে তার মৃত্যু ঘটবে। কারণ সমুদ্রের জল যেহেতু স্থল ভাগে এসে আঁচড়ে পরেছিল করেছিল তাই সেখানকার পানিও দূষিত হয়ে পড়েছে। তাহলে আমরা আজ জানতে পারলাম যে যদি পৃথিবী কিছু সময়ের জন্য থেমে যায় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে।

Place your advertisement here
Place your advertisement here