• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগাছায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাবুড়া গ্রামের গফুর বাদশার সাথে একই গ্রামের বকুল গংদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন জমিজমার বিরোধ মিটানোর জন্য সালিশ বৈঠকে বসে।

বৈঠকের এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা করে। এতে গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুত্বর আহত হয়। পরে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে বিকাল ৩ টার দিকে তার মৃত্যু হয়। এঘটনায় সাইদুল মন্ডল নামের এক জনকে পুলিশ আটক করেছে।

পীরগাছা থানার ওসি তদন্ত দেবাশীষ কুমার রায় বলেন, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাদের প্রামাণিক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Place your advertisement here
Place your advertisement here