• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগাছায় গাঁজা বিক্রি করতে এসে ধরা কারবারি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় চিহ্নিত মাদক কারবারি আবু সাঈদকে এক কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লালদীঘি ব্রিজে গাঁজা বিক্রির সময় তাকে আটক করা হয়। আটক আবু সাঈদ উপজেলার অনন্তরাম মাছুয়া পাড়া গ্রামের সামছুল হকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আবু সাঈদ লালদীঘি ব্রিজের উপর দাঁড়িয়ে গাঁজা বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু সাঈদের সহযোগী ও মাদক ক্রেতারা পালিয়ে যায়।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বলেন, আবু সাঈদ একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন থেকে মাদকের কারবার করে আসছে। মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, মাদক কারবারি আবু সাঈদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Place your advertisement here
Place your advertisement here