• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পীরগাছা উপজেলার সফল ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম আর নেই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল হাকিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শাহ আব্দুল হাকিম ১৯৪৮ সালে উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মান্নান। তিনি কমিউনিস্ট পার্টির পীরগাছা উপজেলা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন। তিনি তিন বার ছাওলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি। সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি একাধিকবার বিদেশ সফর করেন।

তার মৃত্যুুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় পাওটানা হাট কাশিয়া বাড়ি স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here