• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

পাসে শীর্ষে দিনাজপুর: তলানিতে লালমনিরহাট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাসের হারে শীর্ষে রয়েছে দিনাজপুর। এ জেলায় পাসের হার ৮৪.৮৭। তলানিতে অবস্থান করছে লালমনিরহাট। এ জেলায় পাসের হার ৭৭.৪৪। রোমবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরে ৩৫ হাজার ৯৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩০ হাজার ৫৪২ জন। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৮৩৪ জন। আর লালমনিরহাটে ১৫ হাজার ৩ ৩৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ৯৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৯ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বোর্ডের অধীনে দ্বিতীয় অবস্থানে থাকা গাইবান্ধায় পাসের হার ৮৪.৭৪, জিপিএ-৫ এক হাজার ৬৪৮টি। তৃতীয় রংপুরে পাসের হার ৮৩.৪৪, জিপিএ-৫ দুই হাজার ৮৫১টি। চতুর্থ নীলফামারীতে পাসের হার ৮৩.২৫, জিপিএ-৫ এক হাজার ৪৭২টি। পঞ্চম ঠাকুরগাঁওয়ে পাসের হার ৮২.৬৪, জিপিএ-৫ এক হাজার ১৭৩টি। ষষ্ঠ পঞ্চগড়ে পাসের হার ৮১.০৫, জিপিএ-৫ ৫৫৭টি। সপ্তম কুড়িগ্রামে পাসের হার ৭৯.৬৩, জিপিএ-৫ এক হাজার ৯২টি।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৬৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করা প্রতিষ্ঠান রয়েছে ১২২টি।

Place your advertisement here
Place your advertisement here