• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পার্বতীপুরে শস্য বীমার ওপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র এন্টার প্রাইজ লিঃ এর উদ্যোগে সুরক্ষা প্রকল্পের আওতায় শস্যবীমা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল ১০ টায়। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মাইদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী বিএডিসি (সেচ) মোঃ আব্দুল মতিন ও সৈয়দপুর বিমান বন্দরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হাকিম। এছাড়াও বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লী শ্রী’র প্রতিনিধি ফারহানা সিদ্দিকী ও ব্রাক প্রতিনিধি জীবন কুমার মন্ডল বক্তব্য দেন।

অনুষ্ঠানে শস্যবীমা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনএবল এগ্রিকালচার রংপুর জোনের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম। 

তিনি বলেন, সুরক্ষা প্রকল্পের মাধ্যমে কৃষকগণ আবহাওয়া সূচক-ভিত্তিক শস্য বীমার সুবিধা সম্পর্কে সচেতন হবেন। এছাড়াও চাষাবাদে আবহাওয়া ঝুঁকিজনিত ক্ষতি মোকাবেলা ও  কৃষকের দ্বার পর্যায়ে শস্যবীমা বিক্রয়ের চ্যানেল উন্নয়নে কাজ করে যাচ্ছে সুরক্ষা প্রকল্পটি।  সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেষ্ট অফিসার মোঃ হুমায়ুন কবির, জিবিকে এন্টারপ্রাইজ- সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী মোঃ তোফাজ্জল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন ফারমার্স হাব মালিক ও ফসলের ইন্স্যুরেন্স ক্রয়কৃত কৃষক।

Place your advertisement here
Place your advertisement here