• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পারিবারিক বিরোধের জেরে পঞ্চগড়ে কলেজছাত্রকে হত্যা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক বিরোধের জেরে ফাহিদ হাসান সিফাত (১৮) নামে এক কলেজ ছাত্রকে অপহরণের পর হত্যা করেছেন তার প্রতিবেশী মতিউর রহমান মতি (২১)। এ ঘটনায় মতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

তার দেয়া তথ্যে শনিবার (৯ জানুয়ারি) উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকায় বাড়ির পার্শ্ববর্তী একটি ক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিফাত ওই এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং দিনাজপুর আদর্শ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

নীলফামারী র‌্যাব-১৩ জানায়, ৪ জানুয়ারি রাতে নিখোঁজ হন সিফাত। পরদিন সিফাতের বাবা আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর অভিযানে নামে নীলফামারী র‌্যাব-১৩ এর একটি দল। এ ঘটনায় মতিউর রহমান মতি (২১) নামে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ এর সিও রেজা আহমেদ ফেরদৌস জানান, পারিবারিক বিরোধের জেরে ৪ জানুয়ারি রাতে সিফাতকে অপহরণের পর হত্যা করা হয়। তাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেন মতিউর রহমান মতি। তার দেয়া তথ্যে আমরা মরদেহ উদ্ধার করি।

Place your advertisement here
Place your advertisement here