• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পলাশবাড়িতে করোনা উপসর্গে আরো এক মুক্তিযোদ্ধার মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার পলাশবাড়ীতে করোনা (জ্বর-সর্দি-কাশি) উপসর্গ নিয়ে আবুল কালাম আজাদ (৭৩) নামে আরো একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের প্রফেসরপাড়ায় নিজ বাড়িতে তিনি মারা যান। পরে বিকেলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মার্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে গত শনিবার (৬ জুন) ময়েজ উদ্দিন (৬৫) নামে একই এলাকার অপর একজন মুক্তিযোদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা যান। 

পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মার্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পলাশবাড়ী উপজেলা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। গত মঙ্গলবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান। রিপোর্ট আসার আগেই তিনি বৃহস্পতিবার সকালে মারা গেলেন। 

তিনি বলেন, তার পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here