• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে লটারির মাধ্যমে কৃষক বাছাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছে বোরো ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। 

এ সময় পঞ্চগড় সদর উপজেলায় মোট ৫৮৪৭ কৃষকের নামের তালিকা থেকে লটারির মাধ্যমে ধান ক্রয়ের জন্য ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার উৎপাদন হারের ওপর ভিত্তি করে ৩০৮ জন কৃষককে নির্বাচন করা হয়। ২৬ টাকা কেজি দরে প্রতি কৃষকের কাছে ১ মেট্রিকটন করে মোট ৩০৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে।

লটারির সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, পঞ্চগড় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জহুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া, পঞ্চগড় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানসহ উপজেলা ধান ও গম সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন। এবার পঞ্চগড় সদর উপজেলায় ১৭৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭৮৯ মেট্রিকটন। 

Place your advertisement here
Place your advertisement here