• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে মেছো বাঘ আটক!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

মেছো বাঘ মনে করে পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে একটি বন বিড়াল আটক করেছে স্থানীয়রা। রবিবার দুুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সীমান্তবর্তী শিবচন্ডি গ্রামের চা বাগান থেকে লোকজন এই বনবিড়ালটিকে আটক করে। পরে বনবিভাগের কর্মীদের কাছে বিড়ালটি তুলে দেয় তারা।  

দেবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন আলী জানান, দুপুরে সীমান্তবর্তী শিবচন্ডি গ্রামের চা বাগানে শ্রমিকরা কাজ করছিল। এসময় তাপস ও আলম নামে দুজন চা শ্রমিক ওই প্রাণিটি দেখতে পান। মেছো বাঘ মনে তারা অন্য শ্রমিকদের ডেকে জড়ো করে। পরে ধাওয়া করে বনবিড়ালটিকে আটক করে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইছামুলের বাড়ির সামনেে আটকে রাখে। বাঘটিকে দেখার জন্য শত শত উৎসুক মানুষ জড়ো হয় সেখানে। এরপর বনবিভাগকে খবর দেওয়া হয়। বনবিভাগের কর্মকর্তারা এসে প্রাণিটিকে উদ্ধার করে পঞ্চগড় নিয়ে আসেন।  

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি মেছো বাঘ নয়, এটি একটি বন বিড়াল। বন বিড়ালটিকে দিনাজপুর নিয়ে আসা হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে  প্রাণিটি অবমুক্ত করে দেয়া হবে। 

প্রসঙ্গত, সম্প্রতি জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত, সাহেবীজোত ও তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের উষাপাড়া ও বাদিয়াজোত সীমান্ত এলাকার পরিত্যক্ত চা বাগানগুলোতে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অভিযান চালিয়ে কোন বাঘের দেখা পায়নি বনবিভাগের প্রশিক্ষিত কর্মীরা। 

Place your advertisement here
Place your advertisement here