• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পঞ্চগড়ে বোরোর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

জেলায় চলতি মৌসুমে বোরো রোপা লাগানোর কাজ প্রায় শেষ করেছে কৃষকেরা। ভালো ফলনের প্রত্যাশা নিয়ে বোরোর পরিচর্যা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। রোরো ধান কাটা পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাবার আশা করছেন কৃষকসহ কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের পাচ উপজেলায় এ বছর ৪৬,৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাক্ষ ৭২ হাজার মেট্রিক টন চাল। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বাসসকে জানান, বোরো রোপা লাগানোর কাজ জেলায় শেষ হয়েছে, এখন চলছে পরিচর্যা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নির্ধারিত মূল্যে কৃষকের মাঝে উন্নত জাতের বোরো ধানের বীজ সরবরাহ করেছে।

এদিকে কৃষি বিভাগ জেলায় ২০০ কৃষকের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করেছে। বোরো চাষ বাস্তবায়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে কৃষকদের মাঝে লোন দিয়েছে। কৃষি বিভাগ বোরোর ভালো ফলনের জন্য কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ দিয়েছেন। 

বোরো ধানের রোগ বালাই প্রতিরোধে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা মাঠে মাঠে ঘুরে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন। সব মিলে এবারে বোরোর ভালো ফলনের আশা করছেন বোরো চাষের সাথে সংশ্লিষ্টরা।

Place your advertisement here
Place your advertisement here