• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

পঞ্চগড়ে বেড়েছে শিয়ালের উৎপাত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড় সদর উপজেলার বেশ কিছু এলাকায় শিয়ালের উৎপাত মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। হাঁস-মুরগি ধরে নেয়ার পাশাপাশি কখনো গরু-ছাগল আবার কখনো মানুষকে কামড়ে দিচ্ছে শিয়াল।

শনিবার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল বোদাপাড়া এলাকায় শিয়ালের কামড়ে মুজাহিদ হাসান নামে পাঁচ বছর বয়সী এক শিশু আহত হয়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন পরিবারের লোকজন।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল বোদাপাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় শিয়ালের উৎপাত বেড়ে যায়। বড় আকারের বেশ কয়েকটি শিয়াল দিনে দুপুরে হাঁস-মুরগি নিয়ে যাচ্ছে। এমনকি গরু-ছাগলের ওপর আক্রমণ করছে। শনিবার দুপুরে ওই এলাকায় বেশ কয়েকটি গরু-ছাগলের ওপর আক্রমণ চালায় কয়েকটি শিয়াল। একপর্যায়ে লাঠি নিয়ে শিয়ালগুলোকে তাড়া করে স্থানীয়রা।

এ সময় একটি শিয়াল বাড়িতে ঢুকে একই এলাকার জমির উদ্দিনের ছেলে মুজাহিদের ওপর আক্রমণ চালায়। কামড়ে ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। ভয়ে শিশুটি মাঝে মাঝে আঁতকে উঠছে।

শিশুটির বাবা জমির উদ্দিন বলেন, আমাদের এলাকায় হঠাৎ শিয়ালের উৎপাত বেড়ে গেছে। শিয়ালের হাত থেকে ভাগ্যক্রমে আমরা ছেলেকে উদ্ধার করতে পেরেছি। তবে আমরা এখন দুশ্চিন্তায় রয়েছি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব উল হাসান বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। আমরা তাকে টিকাসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। সে এখন মোটামুটি সুস্থ। তবে তাকে হাসপাতাল থেকে জলাতঙ্কের সবগুলো টিকা নিতে হবে। 

Place your advertisement here
Place your advertisement here