• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে ঘরে ঘরে পতাকা বিতরণ শুরু করলো এক তরুণী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে ঘরে ঘরে পতাকা বিতরণ কার্যক্রম শুরু করেছেন জেসমিন আক্তার জুঁই নামের এক মানবাধিকার কর্মী। এই তরুণী নিজ উদ্যোগে এ বছরের জাতীয় দিবসে নিজ জেলা ঠাকুরগাঁও থেকে এই কার্যক্রম শুরু করেন। ঠাকুরগাঁও জেলার পাশাপাশি শুক্রবার পঞ্চগড়েও এই কার্যক্রম শুরু করেন তিনি। দুপুরে তিনি পঞ্চগড় সুগার মিল মাঠে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে কয়েকশ' জাতীয় পতাকা তুলে দেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম উপস্থিত ছিলেন। জাতীয় দিবসগুলোতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য এই আয়োজন বলে জানান উদ্যোক্তা তরুণী। তার ঘরে ঘরে পতাকা বিতরণ উদ্যোগটি সফল করতে ঠাকুরগাঁও জেলায় জেলা প্রশাসন এগিয়ে এসেছেন। তার এই কার্যক্রম সফল করতে পঞ্চগড়ের স্থানীয় প্রশাসনসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 

লেখক ও মানবাধিকার কর্মী জেসমিন আক্তার জুঁই জানান, স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও আজও আমাদের ঘরে ঘরে জাতীয় পতাকা সংরক্ষিত নেই। জাতীয় দিবসগুলোতে কেবল মাত্র সরকারি বেসরকারি অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ওড়ানো হয়। আমার স্বপ্ন বাংলার প্রতিটি বাড়িতেই জাতীয় দিবসে লাল সবুজের জাতীয় পতাকা শোভা পাবে। তাই আমি নিজ উদ্যোগে এই কাজ হাতে নেই। আমার পাশে অনেকেই এগিয়ে এসেছেন। আমি সকলকে নিজ নিজ জায়গা থেকে এই কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।  

Place your advertisement here
Place your advertisement here