• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে আ`লীগের কমিটি গঠনে নানা ধরণের অনিয়মের অভিযোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কোন্দল শুরু হয়েছে। ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনে নানা ধরণের অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। গত সোমবার রাতে চেম্বার অব কর্মাস মিলনায়তনে  একটি পক্ষ  সংবাদ সম্মেলন করে কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে এর বিপরীতে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সদর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটি।

পঞ্চগড় জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীবৃন্দ সোমবারের এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এটিএম সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব,আইন বিষয়ক সম্পাদক আবুবকর ছিদ্দিক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফজলে নূর বাচ্চু, সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতা কর্মীরা। এসময় বক্তারা অভিযোগ করেন বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনগুলোতে গনতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হচ্ছেনা। সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বলেন যারা একসময় বিএনপি, জামায়াত এবং ফ্রিডম পার্টির নেতা কর্মী ছিল তাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। সম্মেলনগুলোতে একাধিক প্রার্থী থাকলেও গণতান্ত্রিক পদ্ধতি মেনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছেনা।

জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী নুরুল ইসলাম সূজন এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের পছন্দের লোকজনকে নিয়ে ড্রয়িংরুমে কমিটি করা হচ্ছে।

এসময় বক্তারা আরও বলেন, পঞ্চগড় - ১ আসনের আওয়ামীলীগে কোন্দল এবং দ্বিধা দন্দ্ব সৃষ্টি করে আগের মতোই জেলা আওয়ামী লীগের আরেকটি সার্কাস কমিটি গঠনের উদ্দেশ্যেই অনৈতিক ভাবে ওয়ার্ড ইউনিয়ন কমিটিগুলো করা হচ্ছে। প্রত্যেক প্রার্থীর কাছে ৫ থেকে ১০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করেও ভোট দেয়া হয়না। অন্যদিকে পরদিন দুপুরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুত কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলন কমিটির আহ্বায়ক বিপেন চন্দ রায়,জাকির হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন গত ৯ সেপ্টেম্বর জেলা আওয়ামীলীগ ৪ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করে। এরপর এই কমিটি বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে সম্মেলন করে আসছে। ওই সম্মেলনগুলোতে গঠনতন্ত্র , কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা, এবং জেলা আওয়ামী লীগের পরামর্শ মেনেই কমিটি গঠন করা হচ্ছে। যেখানে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা যায় সেখানে তাই করা হচ্ছে। যেখানে ভোটের প্রয়োজন সেখানে ভোটের মাধ্যমে কমিটি করা হচ্ছে। কোন কমিটিতে হাইব্রিট নেতাদের প্রশ্রয় দেয়া হচ্ছেনা। সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলনে সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দ বা কোন নেতার চাপে কোন পকেট কমিটি ও ড্রয়িং রুম কমিটি গঠন করা হয়নি। কতিপয় পথভ্রষ্ট নেতা ও পরাজিতরা মিথ্যা অভিযোগ এনে বিভ্রান্তিকর কথা বলে চলমান সম্মেলনকে বাঁধাগ্রস্থ  ও বিতর্কিত করতে এবং দলের ভাবমূর্তি নষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে। 

Place your advertisement here
Place your advertisement here