• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড় ৩নং ইউনিয়ন ছাত্র সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ঘোষণা

দৈনিক রংপুর

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

শীতের শহর হিমালয়ের কন্যা পঞ্চগড়। এ জেলায় প্রতি বছরের শীত তার পূর্বের শীতের সাথে প্রতিযোগিতা করে আরও তীব্র হয়ে ফিরে আসে। আর এই তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। অসয় কষ্টে অসহায় মানুষদের জীবন। আর এসব অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসতেছে অনেক স্থানীয় সামাজিক সংগঠনসমূহ।

তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার অন্যতম ছাত্র সংগঠন "স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ইউনিয়ন-৩, পঞ্চগড়" গরীব-দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচী ঘোষণা করেছে আজকে।

সংগঠনটির সভাপতি আজকে তাদের সংগঠনের পাবলিক গ্রুপে (গ্রুপে ঘোষণাটি দেখতে এখানে ক্লিক করুন )  একটি ঘোষণার মাধ্যমে "শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০১৯" সবার কাছে আর্থিক ও সার্বিক সহযোগিতা এবং মতামত কামনা করেন।

নিচে তাদের গ্রুপ থেকে সংগৃহীত ঘোষণাটি সম্পূর্ণরূপে তুলে ধরা হলঃ 

 

"অসহায় মানুষদের জন্য, মানুষদের সহযোগিতা" 
শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০১৯ 
সময়ঃ ৭-১০ জানুয়ারি (এই ৪ দিন ৩নং ইউনিয়নের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে)

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অনেক অনেক শুভ কামনা সকলের জন্য।

আসুন সবাই একটি ভালো কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু করি এই নতুন বছর, আমাদের নতুন দিনগুলো।

প্রতিদিন খবরের কাগজে চোখ বুলালে আমরা দেখতে পাই, "তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়", "পঞ্চগড়ে শীতে বিপর্যস্ত জনজীবন", "পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড", "এই শীতে পঞ্চগড়ের প্রতিদিন গড় তাপমাত্রা ১০ ডিগ্রীর কম" ইত্যাতি ইত্যাদি শিরোনাম। আর সাথে চোখে ভেসে উঠে আমাদের আশেপাশে বসবাসকারী অসহায় মানুষদের ছবি, এই তীব্র শীতে তাদের অবস্থানের কথা। এই অসহায় মানুষগুলো প্রতিনিয়ত সমাজের শিক্ষিত সচেতন মানুষদের একটু সহানুভূতির আশায় পথ চেয়ে থাকে, পথ চেয়ে থাকে তীব্র শীতের যন্ত্রণা থেকে মুক্তির আশায়। মানুষ মানুষের জন্য। তাই কারও কষ্ট আমাদের কাম্য নয়। কাম্য নয় আমাদের প্রতিবেশীদের শীতে বিপর্যস্ত জীবন।

আর এই সব অসহায় মানুষদের সামান্য সহযোগিতার লক্ষে পূর্বের ন্যায় এবারো "স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ইউনিয়ন-৩, পঞ্চগড়" - "শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০১৯" হাতে নিয়েছে। এই শীতকে সবাই একসাথে নিবারণের লক্ষে এই কর্মসূচীর আয়োজন।

সকলের সাহায্য সহযোগিতায় পারে আমাদের এই কর্মসূচীকে, আমাদের উদ্দেশ্যকে সার্থক করতে। তাই এই কর্মসূচী সফল করার জন্য সকলের সাহায্য একান্ত প্রয়োজন। আমাদের সংগঠনে পর্যাপ্ত ফান্ড এখনো গঠন করা সম্ভব হয়নি। তাই আপনাদের কাছ থেকে অনন্যা সহযোগিতার পাশাপাশি আর্থিক সহযোগিতারও বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আপনাদের অল্প কিছু সহযোগিতার ফলে কিছু সংখ্যক গরীব মানুষ এই তীব্র শীত থেকে কিছুটা মুক্তি পেতে পারে। এসব অসহায় মানুষ আমাদের-আপনাদের দিকে তাকিয়ে আছে। তাই সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমি আপনাদের কাছে সাংগঠনিক সহযোগিতার পাশাপাশি নিজেদের ইচ্ছে ও সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সাহায্য আশা করতেছি। তবে পুরোটাই আপনার সিদ্ধান্ত।

যারা আর্থিকভাবে সহযোগিতা করে পাশে থাকতে চান তারা নিচে প্রদত্ত বিকাশ (#Bkash) বা (#Rocket/DBBL) একাউন্ট ব্যবহার করবেন। ৭-১০ জানুয়ারির মধ্যে যেকোন দিন, যেকোন সময়ে আপনি টাকা পাঠাতে পারবেন। আপনার পাঠানো যেকোন অঙ্কের টাকা(Ammount) ধন্যবাদের সাথে গৃহীত হবে। সাথে আপনার নাম ও ঠিকানা অবশ্যই পাঠাবেন। আপনাদের সার্বিক সহযোগিতার অপেক্ষায় আমরা।

#DBBL/Rocket>> ০১৭৫০৭২৭৭৮৬৪
#Bkash> 01749488356

শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০১৯ বাস্তবায়নে সার্বিক দায়িত্বে থাকবেন অত্র সংগঠনের সাবেক সভাপতি #মোহাম্মদ রাসেল (Mohammad Rasel) এবং সংগঠনের অন্যতম সদস্য #মাসুদ রানা (NM Masud Rana)। তারা এই কর্মসূচী সফলের লক্ষে সংগঠনের যেকোন সদস্যকে সহযোগিতার জন্য ডাকবেন। যেকোন তথ্য বা অভিমতের জন্য তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

অত্র সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা বিশেষভাবে কামনা করা যাচ্ছে।

সহযোগিতা কামনায়-

সভাপতি/সেক্রেটারি 
স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ইউনিয়ন-৩, পঞ্চগড়।

Image may contain: outdoor

 

Place your advertisement here
Place your advertisement here