• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

Find us in facebook

Find us in facebook

দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিদেশনির্ভর নেতৃত্বের সংকটের কারণে বিএনপির রাজনীতি ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই ফাস্ট রাজনীতির পরিবেশে বিএনপি টিকে থাকতে পারছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 
এ পরিস্থিতিতে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে। পাশাপাশি দলের রাজনৈতিক বিশৃঙ্খলায় বিএনপির দুর্দশা আজ দেশবাসীর কাছে দৃশ্যমান।

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, এক দশকের বেশি সময় পেলেও দল গোছাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। স্বল্প শিক্ষিত ও অযোগ্য নেতৃত্বের জন্য রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছে দলটি। তাদের দুজনেরও যথেষ্ট রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কিছু শীর্ষ নেতার মতে, বিএনপিকে রক্ষা করতে এখন নতুন চমক দরকার।  সেক্ষেত্রে খালেদা জিয়া ও তারেক রহমানকে দল পরিচালনার সরাসরি দায়িত্ব থেকে সরে যেতে হবে। সেখানে পরীক্ষিত কোনো নেতার হাতে বিএনপির দায়িত্বভার তুলে দেয়া উচিত।

জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান ফাস্ট রাজনীতির যুগে সেকেলে বেগম জিয়া ও তারেক রহমানে বড্ড বেমানান।

তিনি বলেন, তারা দেশীয় ও বৈশ্বিক রাজনীতির জন্য পারফেক্ট নন। এছাড়া দুজনই আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি। যার কারণে দেশ ও বিদেশে বিএনপির বন্ধু-সমর্থকদের সংখ্যা দিন দিন কমে আসছে। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র দায়িত্বশীল এক নেতা বলেন, বেগম জিয়ার উচিত চেয়ারপার্সনের পদ ছেড়ে দিয়ে দলের সুপ্রিম অ্যাডভাইজর হওয়া। 

তিনি বলেন, বিদেশে বসে তারেক রহমান দলের যথেষ্ট ক্ষতি করছেন। তাকেও পদ ছেড়ে দেয়া উচিত। বরং তিনি এই সময়ে লেখাপড়া করে রাজনীতি শিখতে পারেন। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিতর্কিত নেতৃত্বের কারণেই বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। সেক্ষেত্রে খালেদা জিয়া ও তারেক রহমানের উচিত শীর্ষ পদ থেকে সরে যাওয়া। এ দুজনের প্রতি দেশের মানুষের একেবারেই আস্থা নেই। বিএনপির ভেতর ব্যাপক সংস্কার প্রয়োজন।

Place your advertisement here
Place your advertisement here