• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে দুস্থ নারীদের ভিজিডির কার্ড ও চাল বিতরণ শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিডির সুবিধায় এসেছে তিন হাজার ১৭৬ দুস্থ নারী। সোমবার বেলা ১১টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগিদের মাঝে কার্ড ও চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক নূরুন্নাহার শাহজাদী, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রমানিক, উন্নয়ন কর্মী বিভা রায় উপস্থিত ছিলেন। 

জেলা মহিলা বিষয়ক দপ্তর জানায়, জেলায় এবছর ভিজিডির সুবিধায় এসেছে ১৯ হাজার ৮৮২ দুঃস্থ নারী। এর মধ্যে সদর উপজেলায় তিন হাজার ৭৬, ডোমারে তিন হাজার ৪৪৯, ডিমলায় রয়েছে তিন হাজার ৬৯৩ জন কিশোরীগঞ্জে তিন হাজার ৪৪৭, জলঢাকায় তিন হাজার ৪২৩ এবং সৈয়দপুরে দুই হাজার ৬৯৪। তারা দুই বছরের জন্য (২০২২ সাল পর্যন্ত) প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। 

সংশ্লিষ্টরা বলেন, সরকার যেকোন বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়ায়। আওয়ামীলীগ সরকারের আমলে কোন মানুষ গৃহহীন থাকে না, কোন মানুষ অভূক্ত থাকে না। এজন্যই সাধারণ মানুষের কাছে আওয়ামীলীগের এত গ্রহণযোগ্যতা।

Place your advertisement here
Place your advertisement here