• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে এসেছে করোনার দ্বিতীয় পর্যায়ের ৪৮ হাজার ডোজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীতে এসেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। আজ বুধবার (৭ এপ্রিল/২০২১) দুপুর ২টার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির ওই টিকা গ্রহণ করেন। ঢাকা থেকে একটি ফ্রিজার ভ্যান ওই টিকা নীলফামারী নিয়ে আসে। এরপর জেলা ইপিআই স্টোরের সেটি সংরক্ষণ করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, ৪টি প্যাকেটে ৪ হাজার ৮০০ ভায়ালে ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। আগামীকাল ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও টিকা প্রদান অব্যাহত থাকবে।  

তিনি আরও জানান, এ  জেলায় প্রথম ডোজে মোট ৭ হাজার ৪০০ ভায়ালে ৭৪ হাজার ডোজ পাওয়া যায়।  আজ বুধবার দুইটা পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন মোট ৭২ হাজার ৮৫০ জন। এর মধ্যে নারী রয়েছেন ২৮ হাজার ৪৮৭ জন।

সিভিল সার্জন উল্লেখ করে বলেন যারা দ্বিতীয় ডোজ টিকা কবে গ্রহণ করবে তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে দেয়া হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here