• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

নীলফামারী জেলা প্রশাসন উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন। আজ বুধবার থেকে এই সেবা কার্যক্রম শুরু হয়েছে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। 

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরণের রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন এখান থেকে। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিবিএলএম’র আবাসিক চিকিৎসা কর্মকর্তা বেনজামিন জুয়েল রোজারিও। 

প্রথম দিনে চিকিৎসা সেবা নিয়েছেন পাঁচজন। শুরু হওয়ায় রোগীদের চাপ না থাকলেও দিন দিন বাড়বে বলে প্রত্যাশা চিকিৎসকের। 
বেনজামিন জুয়েল রোজারিও বলেন, আমরা ডিবিএলএম’র বহিঃবির্ভাগের কার্যক্রমটি এখানে পরিচালনা করছি। সবধরণের রোগীরা এসে পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন পাবেন। বাহিরে থেকে ঔষুধ কিনতে হবে এক্ষেত্রে। 

সংশ্লিষ্টরা বলছেন, করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারী হাসপাতালের পাশাপাশি রোগীদের জন্য এই সেবা চালু করা হয়েছে জেলা প্রশাসকের উদ্যোগে। এতে উপকৃত হবেন সাধারণ মানুষ। 

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেজন্য যতদিন প্রয়োজন ততদিন চলবে এই কর্মসুচী। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই কেন্দ্র থেকে সেবা নিতে পারেন যে কেউ।

Place your advertisement here
Place your advertisement here