• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মচারীদের কর্মবিরতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নীলফামারী জেলা শাখা আয়োজনে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, নীলফামারী জেলা শাখার সভাপতি ইউছুব আলী, সহ-সভাপতি আশরাফ আলী শাহ ফকির, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুরঞ্জন কুমার রায়, প্রচার সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। 

বক্তারা জানায়, বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী, সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে মর্মে কর্মচারীগণ জানান, এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ নানা প্রকার আশ্বাস প্রদান করলেও কোন দাবি দাওয়া বাস্তবায়নের কোন অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কঠোর আন্দোলনের ডাক দিয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২০ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত কর্মসূচি কেন্দ্রীয়ভাবে গ্রহণ করেছে। 

বক্তারা আরো জানায়, কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তনের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে দাবী করে আসলেও অদ্যাবধি পর্যন্ত পদবী পরিবর্তন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১৯/০৬/২০১১ সালে পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলনে ৮বার প্রস্তাব গৃহীত হলেও এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটির বিভিন্ন সময়ে সুপারিশ থাকা সত্বেও উক্ত কার্যালয়ের কর্মচারীদের দাবী আদায় হয়নি। বার বার আশ্বাস দিয়ে দাবী আদায় না হওয়ায় আমরা এ পৃথক পৃথক কর্মসূচি ঘোষণা করেছি। 

কর্মবিরতি শেষে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। 

উল্লেখ্য যে, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ দাবি দীর্ঘদিনের বিষয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নীলফামারী জেলায় উল্লিখিত কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে হাজিরা খাতায় স্বাক্ষর করে ২০ ও ২১ জানুয়ারি সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারি সকাল ৯ থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি সকাল ৯ থেকে ১টা পর্যন্ত ৪ ঘণ্টা এবং ২৫ থেকে ২৭ ফেব্রæয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

Place your advertisement here
Place your advertisement here