• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

নওগাঁয় শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু ‘লকডাউন’র কারণে শ্রমিক সংকটে পড়ায় পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছেন কৃষকরা। এ অবস্থায় কৃষকের সেই দুচিন্তা দূর করতে কৃষকের পাকা ধান কেটে দিলো জেলা যুবলীগ।  

শনিবার (২৪ এপ্রিল) সকালে নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া এলকায় নজরুল ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কেটে বাড়ির পৌঁছে দিয়েছেন যুবলীগের ২০-২৫ জন নেতা-কর্মী।

এ সময় কৃষক নজরুল ইসলাম  বলেন, করোনার মহামারি আর ‘লকডাউন’ পরিস্থিতির কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার পেলেও বেশি দাম দিয়ে ধান কেটে ঘরে তুলতে হচ্ছে। এতে করে সব কৃষকের কপালেই এখন দুচিন্তার ভাঁজ। এ অবস্থায় মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতেও পারছিলাম না। তবে খবর পেয়ে যুবলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এতে আমার অনেক উপকার হলো।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় জানান, ‘লকডাউন’র কারণে জেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় কৃষক নজরুল তার জমির ধান কাটতে পারছিলেন না। এই খবর পাওয়ার পর তার জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।  

আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here