• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ধরলার পাড় যেন পাথরের খনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পাড়ে বালু খুঁড়ে পাথর তোলার ধুম পড়েছে। বালু খুঁড়লেই মিলছে ছোট-বড় বিভিন্ন আকৃতির নূরী পাথর। এসব পাথর তুলতে প্রতিদিন ধরলা পাড়ে ছুটে আসছে শত শত নারী-পুরুষ। তাদের কর্মচাঞ্চল্য দেখে মনে হচ্ছে যেন পাথরের খনির সন্ধান মিলেছে।

শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম মাথায়। সেতুর সংযোগ সড়কের দুই পাশের পরিত্যক্ত জমির বালু খুঁড়েই তোলা হচ্ছে বস্তা বস্তা নূরী পাথর। সব বয়সের নারী-পুরুষ কোদাল, রডসহ বিভিন্ন ধরনের দেশীয় সামগ্রী নিয়ে বালু খুঁড়ে সংগ্রহ করছে এসব পাথর।

বালু খুঁড়ে পাথর তুলতে আসা রানা মিয়া, শহিদা বেগম, রহিমাসহ অনেকে জানান, সেতুর কাজ করার সময় সংযোগ সড়কের দুই পাশের পরিত্যক্ত জমিতে ঠিকাদারি প্রতিষ্ঠান পাথর স্তুপ করে রাখে। বন্যায় কিছু পাথর বালুর নিচে ঢুকে যায়। সেতুর কাজ শেষ হওয়ার পর পরিত্যক্ত জমি চাষ করার সময় পাথরগুলো বেরিয়ে আসে। পাথর থাকলে ফসল হবে না, এ কারণে জমির মালিকরা স্থানীয়দের পাথর তোলার নির্দেশ দেয়। সেই থেকে জমির বালু খুঁড়লেই বেরিয়ে আসছে পাথর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বালু থেকে তোলা এসব পাথর কেউ নিজের ঘর নির্মাণে ব্যবহার করছে। আবার কেউ কেউ প্রতি বস্তা পাথর ১৫০-২০০ টাকায় বিক্রি করছে।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক বলেন, আমার জমি থেকেও পাথর তোলা হচ্ছে। এতে বাধা দেয়ার কিছু নেই।

Place your advertisement here
Place your advertisement here