• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার- ইকবালুর রহিম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সেবার মানসিকতা নিয়ে ভালো মানুষ হতে হবে উলে­খ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সমাজের মাদকাসক্ত মানুষদের ভালো করতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের উদ্যোগী হতে হবে। তাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে আনতে হবে। সুন্দর সমাজের জন্য মাদকমুক্ত ভালো মানুষ দরকার। মানুষ যখন ভালো হয়, তখন সমাজও সুন্দর হয়। সমাজ সুন্দর হলে, সুন্দর হয় দেশ। আমাদের সবার দায়িত্ব রয়েছে দেশকে সুন্দর রাখার। তিনি সমাজকে মাদকমুক্ত করতে, সমাজের সচেতন মানুষগুলোকে একত্রিত করার আহবান জানান স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দের প্রতি। 

গতকাল বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর সদর উপজেলা ও দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন। 

মত বিনিয়কালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ আব্দুস সালাম সরকার, সাধারন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, দিনাজপুর শহর স্বেচ্ছাসেবকলীগের নব-নির্বাচিত সভাপতি রাকিবুল হাসান সবুজ ও সাধারন সম্পাদক মারুফ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Place your advertisement here
Place your advertisement here