• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দুর্নীতি মুক্ত শান্তি প্রিয় দেশ: সাফা কবির

দৈনিক রংপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

এই সময়ের প্রতিভাবান অভিনেত্রী সাফা কবির। সমান তালে অভিনয় করে চলছেন নাটক ও বিজ্ঞাপনে। চলতি বছরের শুরুতেই ইমরানের গানের মডেল হয়ে আলোচনার পালে হাওয়া লাগান তিনি। এরপর ভালোবাসা দিবসে 'তবুও ভালবাসি' নাটক দিয়ে ক্যারিয়ারে যুক্ত হয় সাফল্যের আরেকটি পালক। এরপর চলতি বছরে একের পর এক দর্শক প্রিয় নাটক উপহার দিয়েছেন এ পর্দা কন্যা।

আসছে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে সারা দেশ জুরে চলছে নানা হিসাব নিকাশ। প্রার্থীরা চালাচ্ছেন প্রচারণা। ঘুরতে শুরু করেছেন ভোটারদের ধারে ধারে। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। আর ভোটাররাও প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। নির্বাচনের এই আমেজ থেকে বাদ যান না শোবিজ তারাকারাও। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তাদেরও রয়েছে নানা রকম চাওয়া পাওয়া।

1.সাফার চাওয়া দুর্নীতি মুক্ত শান্তি প্রিয় দেশ

ডেইলি বাংলাদেশের সঙ্গে এক আলাপচারিতায় সাফা কবির তার প্রত্যাশার কথা জানিয়েছেন। সাফা কবির বলেন, যে দলই দেশ পরিচালনার দায়িত্বে আসুক না কেন তাদের কাছে আমার চাওয়া থাকবে- ঝামেলা বিহীন , দুর্নীতি মুক্ত একটি শান্তি প্রিয় দেশ। আর মেয়েরা যেন নিরাপদে চলাচল করতে পারে।

তিনি আরো বলেন, চলতি বছরে আমাদের সড়কের যে সমস্যাগুলো বাচ্চারা তুলে এনেছেন সে বিষয়ে যেন নতুন সরকার জোর দেন। প্রতি বছর সড়কে দুর্ঘটনায় এতো লোক মারা যাওয়ার পরও বিষয়টি গায়ে লাগান না। যারাই ক্ষমতায় আসুক নিরাপদ সড়কের বিষয়টি যেন একটু গায়ে লাগায়।

2.সাফার চাওয়া দুর্নীতি মুক্ত শান্তি প্রিয় দেশ

এদিকে, সাফা কবির সম্প্রতি প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত 'পতাকা' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। রুদ্র মাহফুজের রচনায় কাজী সাইফ আহম্মেদ পরিচালিত এ নাটকটিতে সাফার বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। নাটকটি আসছে বিজয় দিবসে বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভিতে সম্প্রচারিত হবে।

Place your advertisement here
Place your advertisement here