• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

দুই দেশের সংযোগ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে ভারত: জয়শঙ্কর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের মধ্যকার সংযোগ উন্নয়নে ভারত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেন, দুই দেশের মধ্যকার সংযোগ এই অঞ্চলের চেহারা পালটে দিতে পারে। সংযোগই হলো উৎপাদনশীলতা।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন এস জয়শঙ্কর।

আগামী ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবে আজ একদিনের সফরে ঢাকা এসেছেন এস জয়শঙ্কর।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, পানি বণ্টন, বাণিজ্য সংযোগ, বিদ্যুৎ ও করোনা-পরবর্তী পরিস্থিতি উন্নয়নে সমঝোতাসহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন।

সীমান্ত হত্যা বিষয়ে জানতে চাইলে জয়শঙ্কর বলেন, এসব হত্যার পেছনের কারণ খুঁজতে হবে।

অনেক হত্যাই ভারতের অভ্যন্তরে হয়ে থাকে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি মৃত্যুই অনুশোচনীয়। এখানে কোনো ধরনের অপরাধ বা মৃত্যু থাকা উচিত নয়।

Place your advertisement here
Place your advertisement here