• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দীর্ঘদিন পর আবারো টেস্ট খেলছে জিম্বাবুয়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

২০১৭ সালের পর আবারো টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার থেকে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে জিম্বাবুয়ে। বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গেল বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেটকে নিষিদ্ধ করেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তবে অক্টোবরে আবার নিষিদ্ধাদেশ প্রত্যাহার করে নেয় আইসিসি।

প্রত্যাবর্তনের টেস্টে সফরকারী শ্রীলংকাকে তারা শেখাচ্ছে আসল টেস্ট কীভাবে খেলতে হয়। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। লংকান বোলারদের ধৈর্যের চরম পরীক্ষা নেন জিম্বাবুয়ের দুই ওপনোর কেভিন কাসুজা ও প্রিন্স মাসভৌরে। দুজন মিলে ৫০.১ ওভার খেলে গড়েন ৯৬ রানের জুটি। দারুণ এ ক্যাচে জুটিটি ভাঙেন লংকান অধিনায়ক দিমুথ করুনারাত্নে।
 
আউট হওয়ার আগে ১৪৯ বলে ৫৫ রান করেন মাসভৌরে। তবে তখনো লংকানদের ধৈর্যের পরীক্ষা চালিয়ে যান অভিষিক্ত কাসুজা। দলীয় ১৬৪ রানের মাথায় লাহিরু কুমারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ব্যাট করে ২১৪ বলে ৬৩ রান করেন কাসুজা। ৫টি চার ও ১টি ছয়ের মারে সাজানো তার ইনিংসটির স্ট্রাইক রেট মাত্র ২৯.৪৩। 

দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর। দিনে খেলা হওয়া ৮৪ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তুলেছে স্বাগতিকরা। অর্ধশতক তুলে নিয়ে ১১৬ বলে ৫৫ রানে অপরাজিত আছেন আরভিন। অপরপ্রান্তে ১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন টেলর। 

Place your advertisement here
Place your advertisement here