• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে ৩ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলার প্রধান ৩টি নদী বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বৃষ্টি অব্যাহত ও নদীর পানি বৃদ্ধি হলে একদিনের মধ্যেই জেলার প্রধান নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 

সোমবার দুপুরে শহরের হঠাৎপাড়া, নতুনপাড়া, জামাইপাড়া, দপ্তারীপাড়া, বাঙ্গিবেচা ঘাটের কিছু এলাকাসহ বেশকিছু নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছে। 

দিনাজপুর শহরের নদী তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুনর্ভবা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পুনর্ভবা নদীর পাশেই অবস্থিত মাঝাডাঙ্গা, নতুনপাড়া গ্রামসহ আশেপাশের গ্রামগুলোর নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলের খেত। এছাড়াও দিনাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগাম তৈরি করা আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ৩৩ দশমিক ৫০০ মিটার বিপদসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩১ দশমিক ২১০ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫০ মিটারের বিপদসীমার বিপরীতে বর্তমানে ৩৯ দশমিক ২২০মিটার ও ইছামতি নদীর ২৯ দশমিক ৯৫০ বিপদসীমার বিপরীতে ২৮ দশমিক ৫১০ মিটারে অবস্থান করছে। এছাড়াও জেলার অন্যান্য সব ছোট নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের পানি সার্ভেয়ার মো. মাহাবুব আলম জানান, জেলার প্রধান তিনটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বাড়াতে থাকলে একদিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। 

Place your advertisement here
Place your advertisement here