• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

দিনাজপুরে ১৩৫ বছর বয়সী মহিলার মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের চিরিরবন্দরে ১৩৫ বছর বয়সী প্রবীণ মহিলা মমেনা বেগম ওরফে ময়না বেগম বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মমেনা বেগমের নাতি কবির হোসেন জানায়, তিনি শুক্রবার দুপুর ২ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের আগুনিয়া পাড়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে ১ ছেলে ও ২ মেয়ে জীবিত রয়েছেন। তাদের বয়সও আশি বছরের উর্দ্ধে। তাঁর বড় নাতিও বেশ কয়েকবছর পূর্বে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

মমেনা বেগম ময়নার ২০ বছর বয়সে উপজেলার আব্দুলপুর ইউপির মামুদপুর গ্রামের আগুনিয়াপাড়ার ফজলার রহমান আগুনিয়াকে পারিবারিকভাবে বিয়ে হয়। তিনি ব্যক্তিগত জীবনে ৭ সন্তানের জননী। সন্তানদের মধ্যে ৫ ছেলে ও ২ মেয়ে। বড় মেয়ে লতিফন নেছার বর্তমান বয়স ৯৫ এবং ছোট ছেলে আজিজার রহমানের বয়স ৬০ বছর। মরহুমার তাঁর ২৪ নাতী, ১৮ নাতনী, ৪১ পুতি এবং পুতনীর সংখ্যা ২১ জন। পুতি-পুতনীরও বিয়ে হয়েছে। তাদের সন্তানদের সংখ্যাও ১৩জন। মৃত্যুর পূর্বেও তিনি টিউবলের পানি তোলা, তরকারী কাটার কাজ করতে পারতেন। তিনি চশমা ছাড়াই সুঁচের মধ্যে সুতো দিতে পারতেন। তিনি চলাফেরাসহ পরিবারের সব কাজকর্ম অন্যের সহযোগিতা ছাড়াই করতে পারতেন। 

তাঁর মৃত্যুর সংবাদে এলাকার মানুষ এক নজর দেখতে তাঁর বাড়িতে প্রচন্ড ভিড় করছেন। আজ ২৫ জানুয়ারী দুপুর ১২ টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Place your advertisement here
Place your advertisement here