• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে ১২০০ পরিবারকে ত্রাণ দিলেন এমপি গোপাল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটিতে কর্মহীন সাধারণ মানুষের জন্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ নিয়ে কেউ আত্মীয়করণ করলে কাউকে ছাড় দেয়া হবে না। সাধারণ খেটে খাওয়া একজন মানুষও যেন অনাহারে না থাকে সেদিকে তৃণমুল পর্যায় থেকে তাদের খোজ খবর রাখতে হবে। এক কথায় প্রতিটি অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ অবস্থান নিতে হবে।

মঙ্গলবার বিকেলে কাহারোল উপজেলায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

কাহারোল উপজেলার কর্মহীন সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী ১২ শতাধিক পরিবারে মাঝে পৌছে দেয়ার জন্য ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক হাতে দেন এমপি গোপাল।

এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here